New Update
/anm-bengali/media/post_banners/ybJwtCMpqBdSjhZTYPPf.jpg)
নিজস্ব সংবাদদাতা : রাজ্যজুড়ে ঝড় উঠেছে আবাস দু্র্নীতির। ঘর পাইয়ে দেওয়ার নাম করে কাটমানি নেওয়ার অভিযোগও রয়েছে। সেখানে পাকা বাড়ি না থাকা সত্ত্বেও আবাস তালিকা থেকে স্ত্রীর নাম বাদ দিয়ে সকলের নজর কাড়লেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য। উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার সুরুন ১ নম্বর পঞ্চায়েতের ঘটনা।
সফিকুল হক শাসকদলের পঞ্চায়েত সদস্য হলেও বাস একটি টিনের বাড়িতে। সংসারে রয়েছে অভাব। দু’বিঘা জমির ফসল ও ছোট একটি মুদির দোকান করে কোনওরকমে সংসার চালান। এলাকায় তিনি পরিচিত একজন সৎ জনপ্রতিনিধি হিসেবেই। তারপরেও স্ত্রীর নাম আবাস তালিকা থেকে বাদ দিতে লিখিত দিয়েছেন ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিককে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us