দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : মেদিনীপুর সদর ব্লকের অন্তর্গত বিভিন্ন অঞ্চলে হাউস ফর অল প্রকল্পের তালিকায় প্রকৃত দরিদ্র মানুষদের নাম বাদ দিয়ে শাসক দলের কর্মীদের নাম তোলার প্রতিবাদে এবং অবিলম্বে সেই তালিকা বাতিল করে পুনঃরায় প্রকৃত দরিদ্র মানুষদের সার্ভে করে হাউস ফর অল তালিকা তৈরির দাবিতে সোমবার দুপুর ১২ টা নাগাদ মেদিনীপুর সদর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি পালন করল বিজেপি।
সদর বিডিও অফিসের প্রধান গেট ঘেরাও করে বিক্ষোভ দেখানোর পাশাপাশি বিডিওকে ডেপুটেশনও দেওয়া হয় দলের পক্ষ থেকে। এদিনের কর্মসূচিতে নেতৃত্ব দেন বিজেপির জেলার সহ সভাপতি অরুপ দাস।