/anm-bengali/media/post_banners/I9TVoMz6QgldoAsOgsY3.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ মধ্যপ্রদেশ ও ছত্তিসগড়ের দুই জায়গাতেই অতীতে ধর্মান্তকরণের বিষয়টি নিয়ে বিস্তর বিতর্ক হয়েছে। সম্প্রতি ছত্তিসগড়ের জশপুরে ধর্মান্তকরণ চক্রের একটি ঘটনা ঘটে। সোমবার সেই ঘটনারই প্রতিবাদে আদিবাসী সম্প্রদায়ের কিছু সদস্য বাঙ্গালপাড়া এলাকার একটি গির্জায় হামলা চালাতে গিয়েছিল। এদিকে বিক্ষোভ রুখতে গেলে আদিবাসীদের হাতে আক্রান্ত হলেন বহু পুলিশ আধিকারিক। নারায়ণপুরে ডিএম এ বসন্ত জানিয়েছেন, 'অবৈধভাবে ধর্মান্তরিত হওয়ার অভিযোগে উপজাতীয় সম্প্রদায়ের সদস্যদের বিক্ষোভের সময় এসপি নারায়ণপুর সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। তারা বাঙ্গালপাড়া এলাকার একটি গির্জায় ভাঙচুর চালায় বলেও অভিযোগ। এই ঘটনায়, এসপি এবং কিছু পুলিশ কর্মী আহত হয়েছেন।'
Chhattisgarh | Some members of the tribal community went to attack a church in Bangalpara area. During the violence, someone attacked me. An investigation will be conducted into the entire incident: SP Narayanpur pic.twitter.com/hNDlWUSqSg
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) January 2, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us