নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর : মৃত মহিলার নামে বছরের পর বছর রেশন সামগ্রী তুলে নেওয়ার অভিযোগ ডিলারের বিরুদ্ধে৷ ক্ষুব্ধ মৃতার পরিবার। ডেবরায় তিন বছরের বেশি সময় ধরে মৃত মহিলার নামে খাদ্য সামগ্রী তুলে নেওয়ার অভিযোগ রেশন ডিলারের বিরুদ্ধে। কড়া ব্যাবস্থা নেওয়া হবে বলে জানালেন জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের নারানবাটি এলাকায়। এলাকার রেশন ডিলার শক্তি মন্ডল ওই এলাকারই বাসিন্দা জগদীশ দের মা ঝর্না দের নামে প্রায় ৩ বছরের বেশি সময় ধরে রেশন সামগ্রী তুলে আসছেন। গত ২০১৮ সালের নভেম্বর মাসে মৃত্যু হয় জগদীশের মায়ের।আর তারপর জগদীশ দে ওই রেশন ডিলারকে তা জানিয়ে দেন। তারপরেও লাগাতার কয়েক বছর ধরে সরকারের কাছ থেকে মৃত ঝর্না দের নামে রেশন সামগ্রী তুলে চলেছেন ডিলার। গত ডিসেম্বর মাসে এই খবর জানতে পারেন জগদীশ। তারপর খাদ্য দফতরে গিয়ে নাম বাদ দিয়ে দেন। জগদীশ বলেন, 'কয়েক বছর রেশনের পুরো সামগ্রী ডিলার ভোগ করেছেন।যথোপযুক্ত শাস্তি চাই৷আমাদের অনুমান আমাদের মতো আরো পরিবার আছে যাদের সঙ্গেও তিনি এমন করতে পারেন।'
অপরদিকে, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ কনিকা মান্ডী বলেন, 'আমার কাছে এর আগেও ওই ডিলারের বিরুদ্ধে বহু অভিযোগ এসেছে। শেষ বারের মতো সুযোগ চেয়েছিলেন নিজেকে শুধরে নেওয়ার। তারপরেও এই ধরনের কর্মকান্ড করে চলেছেন। আমরা দ্রুত ওর লাইসেন্স বাতিল করব। যাতে কোনো ডিলার এই জিনিস করার সাহস না পায়।'