১০ জানুয়ারি আস্থা ভোট গ্রহণ করবেন প্রধানমন্ত্রী

author-image
Harmeet
New Update
১০ জানুয়ারি আস্থা ভোট গ্রহণ করবেন প্রধানমন্ত্রী


নিজস্ব সংবাদদাতা: নেপালের রাজনৈতিক ডামাডোলের মধ্যে নয়া মোড়। আস্থা ভোট গ্রহণ করবেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল। ১০ জানুয়ারি অনুষ্ঠিত হবে এই প্রক্রিয়া। 

बदले-बदले से दिखे प्रचंड, जानिए माओवादी लड़ाके से नेपाल के प्रधानमंत्री  बनने का सफर - Story Of Nepal Pm Pushpa Kamal Dahal. - Amar Ujala Hindi News  Live

এই বিষয়ে প্রধানমন্ত্রীর দ্বারা সংসদে একটি চিঠি পাঠানো হয়েছে যাতে এই প্রক্রিয়া ওই দিনের জন্য তফসিলে অন্তর্ভুক্ত করা হয়। নেপালের সংসদ সচিবালয়ের মুখপাত্র রোজনাথ পান্ডে এই সংবাদ জানিয়েছেন।