পঞ্চায়েত নির্বাচনের আগে জনসংযোগে জোর তৃণমূলের

author-image
Harmeet
New Update
পঞ্চায়েত নির্বাচনের আগে জনসংযোগে জোর তৃণমূলের

নিজস্ব সংবাদদাতা : নজরুল মঞ্চে চলছে তৃণমূলের কর্মী সম্মেলন। উপস্থিত রয়েছেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, সর্ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে দলের নেতা-কর্মীরা। পঞ্চায়েত নির্বাচনের আগে নতুন কর্মসূচি প্রকাশ করা হয় দলের তরফে। 'দিদিকে বলো'-র মতো সূচনা করা হল 'দিদির সুরক্ষাকবচ' কর্মসূচির। চলবে আগামী ৬০দিন। তৃণমূলের সাড়ে ৩ লক্ষ কর্মী ১০ কোটি মানুষের বাড়িতে পৌঁছবেন। ১১ জানুয়ারি থেকে তৃণমূল কর্মীরা বাড়ি বাড়ি ঘুরবেন। তারা বাড়ি বাড়ি দিয়ে খতিয়ে দেখবেন সরকারের প্রকল্পের পরিষেবা মানুষ ঠিকমতো পাচ্ছেন কিনা। সাড়ে ৩০০ জন নেতা গ্রামে গ্রামে গিয়ে রাত্রিবাস করবেন বলে জানা যাচ্ছে। রাজ্যস্তরের নেতারা যাওয়ার পর নজর রাখবে স্থানীয় নেতৃত্ব। এদিন ১০ কোটি মানুষের জন্য এল নতুন অ্যাপ 'দিদির দূত।' অ্যাপের মাধ্যমে ১৫টি পরিকল্পনা পৌঁছে দেওয়া হবে মানুষের কাছে।




অনুষ্ঠান মঞ্চ থেকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'দুয়ারে সরকারের মতো এবার মানুষের দরজায় পৌঁছবে তৃণমূল। সাড়ে তিন লক্ষ কর্মী ২ কোটি পরিবারের কাছে পৌঁছবে। নীচের স্তরে যাতে কাজ আটকে না থাকে তা দেখা হবে এর মাধ্যমে।দুয়ারে সরকারের কাজ তিন-চতুর্থাংশ হয়ে গিয়েছে। দুয়ারে সরকারেরই আরেক রূপ হল দিদির সুরক্ষাকবচ।আমরা যখন বিরোধী ছিলাম তখন ধ্বংসাত্মক কিছু করিনি।রাজনৈতিক প্রতিহিংসার নামে যে কুকথা এ রাজ্যে হয় তা কোথাও হয় না। ভোটের কথা মাথা রেখে কিছু করিনি।আমরা ঐক্যবদ্ধ ভারত। বৈচিত্রের মধ্যে ঐক্যের পক্ষে। দু একটা দল অশান্তির চেষ্টা করছে। ১০০ দিনের কাজে ৬ হাজার কোটি টাকা বকেয়া '