নিজস্ব সংবাদদাতা : ফের আদালতের দ্বারস্থ হলেন ববিতা সরকার। তার দাবি, ভুলবশত তাকে অতিরিক্ত ২ নম্বর দিয়েছে এসএসসি। এসএসসির তরফে ব্যাখ্যা চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন ববিতা। আদালতের নির্দেশে সম্প্রতি বিভিন্ন নথি নিজেদের ওয়াবসাইটে আপলোড করে স্কুল সার্ভিস কমিশন।সেই নথি দেখেই সন্দিহান ববিতা, বিচারপতি অভইজিৎ গঙ্গোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করেন। আগামী পরশু ববিতার আবেদনের শুনানি হতে চলেছে।