বিয়ের প্রস্তুতি তুঙ্গে সিদ্ধার্থ- কিয়ারার

author-image
Harmeet
New Update
বিয়ের  প্রস্তুতি তুঙ্গে সিদ্ধার্থ- কিয়ারার

নিজস্ব  সংবাদদাতাঃ  বলিউডের কানাঘুষোয় শোনা যাচ্ছে চলতি বছরের ফেব্রুয়ারির ৬ বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন বলি অভিনেতা  সিদ্ধার্থ মালহত্রা ও কিয়ারা আডভানি। সম্প্রতি বলিউডের  এই সিক্রেট লভ বার্ডসকে দেখা গেল ফ্যাশন ডিজাইনার মানীষ মালহত্রার শোরুমে। অভিনেতা  যুগলের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছন ডিজাইনার নিজেই। সেই ছবি নিজের ইন্সটা স্টোরিতে শেয়ার করে কিয়ারা লিখেছেন 'ফেভরেট মালহত্রাস'।  দেখুন সেই পোস্ট।