/anm-bengali/media/post_banners/FuJBRefRQ3m5TZv9Pipr.jpg)
হরি ঘোষ, দুর্গাপুরঃ দুর্গাপুর শিল্পাঞ্চলে মঙ্গলবার এক কলেজ পড়ুয়ার মৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। মৃতের নাম রোহান দাস (২০)। মৃতের পরিবারের অভিযোগ, রোহদের দাদা রাহুল দাস ব্যবসা সূত্রে লক্ষাধিক টাকা সুদ কারবারিদের কাছ থেকে নিয়েছিলেন। কিন্তু চড়া সুদের টাকা মেটাতে পারেননি। দুর্গাপুর স্টিল টাউনশিপের টেগর এভিনিউ এর বাড়িতে থাকতেন না রাহুল দাস। সেখানে কেবল রোহান ও তাঁর বাবা গৌতম দাস ও মা থাকতেন। অভিযোগ, সুদ কারবারিরা দীর্ঘদিন ধরে ওই পরিবারের ওপর মানসিক ভাবে অত্যাচার করছিলো। নানা হুমকিও দিত মস্তানদের বাড়িতে পাঠিয়ে। নানা ভাবে হুমকি সহ মারধরেরও অভিযোগ ওঠে সুদ কারবারিদের বিরুদ্ধে। আতঙ্কে ও আত্মসম্মানের কারণে কয়েকদিন আগে হঠাৎই নিখোঁজ হয়ে যায় রাহুল । পরিবারের লোকজন পুলিশে নিখোঁজের অভিযোগ দায়ের করেন। জানা গিয়েছে, এদিনই রোহনের বাবা ও মা আত্মীয়ের বাড়ি গিয়েছিলেন। তাদের ছোট ছেলে বাড়িতে রোহান একাই ছিলো। এলাকাবাসী দেখেন ওই সুদ কারবারিরা কয়েকটি চারচাকা গাড়ি করে আসে ফের চড়াও হয় রোহানের বাড়িতে। প্রায় ২০ -৩০ জন সমাজবিরোধী সহ সুদ কারবারি রোহান'কে হেনস্থা ও মারধর করে। এই ঘটনার পরেই দুপুর বেলায় এলাকাবাসীর রোহানের গলায় দড়ির ফাঁস দেওয়া ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় ঘরের ভেতর। পুলিশ একটি সুইসাইড নোট উদ্ধার করে ঘটনাস্থল থেকে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us