নিজস্ব সংবাদদাতা : জলপাইগুড়ির পাহাড়পুর বছরের শেষ রাতে সাক্ষী থাকলো নারকীয় ঘটনার। ফাঁকা বাড়িতে দরজা ভেঙে ঢুকে ধর্ষণের অভিযোগ। নির্যাতিতার দিদির দাবি, বোনকে হত্যার কথা তাকে ফোন করে জানায় দুষ্কৃতীরা। গ্রামেরই এক যুবকের মোবাইল থেকে ফোন করা হয় তাকে। বাড়ি ফিরে বোনকে মৃত অবস্থায় দেখেন।
এই ঘটনায় ৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার। অভিযুক্ত ২ যুবকের বাড়িতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। আটক ১। বাকি ৪ অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।