দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : ডেবরায় বরিষ্ঠ নাগরিকদের সংবর্ধনা দিল সিপিএম । ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ডুঁয়া ১০/১ অঞ্চলে কাঞ্চন গেড়িয়া এলাকার। কারো বয়স ১০০ ছুঁই ছুঁই তো আবার কারো ১০৩ বছর পূরণ হল ।
তাই সিপিএমের পক্ষ থেকে তাদের হাতে বস্ত্র তুলে দেওয়া হল এবং মিষ্টিমুখ করানো হল। সংবর্ধনা দিলেন সারা ভারত সভার কৃষক সম্পাদক প্রাণ কৃষ্ণ মন্ডল। উপস্থিত ছিলেন অশ্বিনী পাত্র, রঞ্জিত পন্ডা, লক্ষ্মী পন্ডা ও আরো অন্যান্য সদস্যবৃন্দ।