দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : তৃণমূলের নতুন কার্যালয়ে যাতায়াতের রাস্তাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল মেদিনীপুর সদর ব্লকের নয়াগ্রামে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। জোর করে লোধা সম্প্রদায়ের জায়গা দখলের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে বিজেপি, সিপিএমের ইন্ধন বলেই তোপ দেগেছেন তৃণমূল নেতা। নতুন বছরের সকালে তৃণমূলের কার্যালয়ে যাওয়ার রাস্তা ঘিরে উত্তেজনা মণিদহ গ্রাম পঞ্চায়েতের নয়াগ্রামে। জানা গিয়েছে, স্থানীয় কমল নায়েক নামে এক ব্যক্তির বাড়ির পাশেই তৈরি হয়েছে তৃণমূলের নতুন কার্যালয়। ওই পরিবারের অভিযোগ, জোর করে জায়গা দখল করে রাস্তা করা হয়েছে। তারা রাস্তা দিতে রাজি নয়। সীমানায় বাঁশের বেড়া তৃণমূলের লোকজন ভেঙে ফেলেছে বলে অভিযোগ। দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়ালে ঘটনাস্থলে পৌঁছে গুড়গুড়িপাল থানার পুলিশ পরিস্থিতি সামাল দেয়। কমল নায়েক বলেন, জায়গার ওপর দিয়ে রাস্তা করতে দেবেন না বলতে তৃণমূল নেতারা তাদের মারধর এমনকি পুলিশ দিয়ে গ্রেফতার করার হুমকিও দিয়েছে। এর আগে জেলা শাসক ও বিডিও'র কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে। বিষয়টি নিয়ে এর আগেও একাধিকবার বৈঠক হয়েছে বলে জানা গিয়েছে।
লোধা শবর উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বলাই নায়েক জানিয়েছেন, 'বিষয়টি নিয়ে ওই পরিবার আমাদের জানিয়েছিল। বৈঠকও হয়েছিল। কিন্তু তাতে কোন সমাধান সূত্র বের হয়নি। উল্টে তাদেরকে নানা রকম কটুক্তি করে হেনস্থা করেছে পরিবারের লোকজন। ওই বিষয়টি নিয়ে তারা কোন মাথা ঘামাতে রাজি নয়।' তৃণমূলের স্থানীয় নেতা সুবল মান্ডি বলেন, "দু'ফুট চওড়া রাস্তার জন্য এর আগে বৈঠক হয়েছিল, সেখানে আলোচনা হয়েছে। বাড়ি তৈরি থেকে কোন বাধা তারা দেননি। যাতায়াতে তারা সম্মতি জানিয়েছিলেন। এদিন নতুন কার্যালয়ে প্রতিষ্ঠা দিবসে পতাকা উত্তোলন করতে গেলে বাধা দেন। স্থানীয় বিজেপি ও সিপিএম নেতাকর্মীদের প্ররোচনায় পঞ্চায়েত ভোটের আগে উত্তেজনা সৃষ্টি করতে চাইছে এলাকায়। বিষয়টি পুলিশ প্রশাসনে জানানো হয়েছে তারা দেখছেন।''