অমিত শাহের রাজ্য সফরকে নিশানা অভিষেকের

author-image
Harmeet
New Update
অমিত শাহের রাজ্য সফরকে নিশানা অভিষেকের



নিজস্ব সংবাদদাতাঃ
রবিবার উত্তরপঞ্চান্ন গ্রামে তৃণমূল ভবনে ভূমিপুজোর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপিকা লাগাতার নিশানা করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২০২১ সালে বিধানসভা ভোটে হারে বদলা নিচ্ছে রাজ্যবাসীর ওপর দাবি করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি বলেন, '২০২১ সালে হেরে যাওয়ার পর বাংলাকে ভাতে মারার চেষ্টা করছে বিজেপি। এর পরিণতি ভালো হবে না।' এদিকে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফরকেও নিশানা করতে পিছ পা হলেন না অভিষেক। তাঁর দাবি, 'বাংলায় ৪০ কেন ৫০০ জনসভা করুক, সকলকে স্বাগত। ভোট এলেই বাংলার কথা মনে পরে কারও কারও।'