New Update
/anm-bengali/media/post_banners/Xt1PnRH6rhpWM8LztFcY.jpg)
নিজস্ব সংবাদদাতা: নবর্ষের প্রথম দিনেই উলুবেড়িয়ায় জাতীয় সড়কের পাশে কন্টেইনার চালককে বেহুশ করে লুঠের অভিযোগ উঠলো। যার ফলে প্রশ্ন উঠেছে জাতীয় সড়কের নিরাপত্তা নিয়ে। কন্টেইনার চালকের অভিযোগ তার মুখে কোনো কিছু স্প্রে করে তাকে প্রথমে আচ্ছন্ন করা হয়। তারপর তার কাছে থাকা টাকা ও মোবাইল ফোন চুরি করে নেওয়া হয় বলে জানিয়েছেন তিনি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us