নিজস্ব সংবাদদাতাঃ যেমনটা ভাবা হচ্ছিল তেমনটাই হল। এবার থেকে প্যারিস সেইন্ট জার্মানের হয়ে খেলতে দেখা যাবে লিওনেল মেসিকে। মঙ্গলবার গভীর রাতে ক্লাবের তরফ থেকে টুইট করে বিষয়টি জানানো হয়েছে। টুইটে লেখা হয়েছে, ‘লিওনেল মেসির সঙ্গে দু’বছরের চুক্তি স্বাক্ষর হওয়ার সংবাদ প্যারিস সেইন্ট জার্মান খুবই আনন্দের সঙ্গে জানাচ্ছে। দু’পক্ষ চাইলে ভবিষ্যতে এই চুক্তি আরও এক বছর বাড়ানো যেতে পারে’।