২০২৩ সালের আগমন উদযাপন করছে তাইওয়ান, থাইল্যান্ড

author-image
Harmeet
New Update
২০২৩ সালের আগমন উদযাপন করছে তাইওয়ান, থাইল্যান্ড

নিজস্ব   সংবাদদাতাঃ  থাইল্যান্ড এবং তাইওয়ান স্কাইলাইনে বিশাল আতশবাজি প্রদর্শনের মাধ্যমে নতুন বছর উদযাপন শুরু হয়। থাইল্যান্ডের ওয়াট অরুণ রাচাওয়ারাম রাচাওয়ারাম রাচাওয়ারামহাউইহান মন্দিরটি আতশবাজিতে আলোকিত করা হয়। আকাশে দেখা যায় বিভিন্ন রঙের  আলোকচিত্রি।