হরি ঘোষ, দুর্গাপুর : আর কয়েক ঘণ্টার অপেক্ষা, তারপরেই বর্ষবরণ। করোনা আবহাওয়া কাটিয়ে ফের পুরনো ছন্দে আবার পালিত হতে চলেছে বর্ষবরণ। শনিবার বিকেল ৪টে নাগাদ সিটিসেন্টারে নজরদারিতে কমিশনার সুধীর কুমার নিলকান্তম সহ প্রশাসনিক আধিকারিকরা।
বর্ষবরণের আগের মুহূর্তে চূড়ান্ত তৎপরতা প্রশাসনের। দুর্গাপুরের বিভিন্ন প্রান্তে আঁটসাঁটো নিরাপত্তা। পুলিশের তরফ থেকে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুর্গাপুরের বিভিন্ন প্রান্তে যানচলাচল নিয়ন্ত্রণে। নজরদারি চালাচ্ছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উচ্চ পদস্থ আধিকারিকরা।