দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : সবং পঞ্চায়েত সমিতি এবং ভূমি দপ্তরের উদ্যোগে ৪৭ জন ভূমিহীন মানুষদের হাতে পাট্টা তুলে দিলেন সবং-এর ভূমিপুত্র তথা পশ্চিমবঙ্গ সরকারের দুটি দপ্তরের গুরুত্বপূর্ণ মন্ত্রী ডাঃ মানস ভূঁইয়া। সঙ্গে ছিলেন প্রাক্তন বিধায়ক শ্রীমতি গীতা ভূঁইয়া, ভিডিও তুহিন মাহান্তি, বি এল আর ও গৌরাঙ্গ অধিকারী, পঞ্চায়েত সমিতির সভাপতি, কর্মাধ্যক্ষ দলের নেতা শেখ আবুল কালাম বাক্স, কর্মাধ্যক্ষ তপন হাজরা, তরুণ মিশ্র, মৌসুমি দাস দত্ত, বিধায়ক প্রতিনিধি বাদল চন্দ্র বেড়া ও অন্যান্য আধিকারিকগণ।
শনিবার পাট্টা বিলিতে মানসবাবু বলেন, '২০১১ সালে বাংলার মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পর বহু গরীব মানুষ যারা ৩৪ বছর ধরে বসবাস করে আসছেন কিন্তু তাদের কোন অধিকারের কাগজ ছিল না, এই মা মাটি মানুষের সরকার যেমন সংখ্যালঘু মানুষদের পাট্টা দিয়েছে, তেমনি হাজার হাজার আদিবাসী মানুষকে তাদের বাসস্থানের জন্য পাট্টা এবং রেকর্ডের ব্যবস্থা করে দিয়েছে। আজকে যখন আবার ক্লাস নিয়ে চিৎকার করেছে, বছরের শেষ দিনে অনেক আদিবাসী সংখ্যালঘু সাধারণ মানুষদের মুখে খুশির হাওয়ায় এসেছে তাদের হাতে পাট্টা আছে। এবার তারা আবাস প্লাসে ঘর করতে পারবে, কেন্দ্রের এই ১৪ দফার নীতির মধ্যে আর পড়তে হচ্ছে না সবং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানানো হচ্ছে।' বেশ কয়েকদিন আগে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সবং এর ৭৭ জন মানুষ গিয়ে কাগজ নিয়ে এসেছিলেন। আরো বহু মানুষের আবেদন আছে পাট্টার জন্য মন্ত্রী বলেছেন অবিলম্বে তাদের পাট্টা রেডি করার জন্য বি এল আর ও কে ।