দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : আবাস যোজনার বাড়ি নিয়ে চরম দুর্নীতি! বাড়ি পাওয়ার যোগ্যদের নাম তালিকায় নেই অথচ আবাস যোজনার তালিকায় নাম রয়েছে উপপ্রধানের মায়ের। 'ঘর বিক্রি করল শাসকদল,বাড়ি পেল উপপ্রধানের মা' এমনই দাবি করে তালিকা সহ পোস্টার পড়লো গ্রাম পঞ্চায়েত কার্য্যালয় সহ গোটা এলাকা জুড়ে। আর এই পোস্টারকে ঘিরে চাঞ্চল্য চন্দ্রকোনার মনোহরপুর ২ নং গ্রাম পঞ্চায়েত জুড়ে।এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নং ব্লকের মনোহরপুর-২ গ্রাম পঞ্চায়েতর। মনোহরপুর-২ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সঞ্জয় অধিকারীর মা অঞ্জলি আধিকারীর নাম রয়েছে আবাস যোজনা তালিকায়। /)
মনোহরপুর বাজার, মনোহরপুর-২ গ্রাম পঞ্চায়েত কার্যালয় সহ বিভিন্ন এলাকায় একাধিক পোস্টারে পোস্টারে ছয়লাপ। সাতসকালে এমন পোস্টার পড়ায় তা দেখতে উৎসুক মানুষের ভিড় এলাকায়। পোস্টারে উল্লেখ রয়েছে,"চন্দ্রকোনা-১ ব্লকের মনোহরপুর-২ গ্রাম পঞ্চায়েতে আবাস যোজনার ঘর বিক্রি করল শাসক দল,বাড়ি পেল উপপ্রধান সঞ্জয় অধিকারীর মা,প্রতিবাদে-বাড়ি না পাওয়া বিক্ষুব্ধ জনতা।" যদিও এই পোস্টারে সহমত প্রকাশ করেছে এলাকার মানুষজন। এলাকাবাসীর দাবি, শুধু গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের মা নয়, আবাস যোজনায় বাড়ি বন্টনের ক্ষেত্রে চরম দুর্নীতি হয়েছে,যারা বাড়ি পাওয়ার যোগ্য নয় তারাও পেয়েছে বাড়ি, উপযুক্ত যোগ্য ব্যক্তিরা পাচ্ছে না। ভাঙাচোরা মাটির বাড়ি, ত্রিপল টাঙিয়ে বসবাস করা দিনমজুর ব্যক্তির নাম তালিকা থেকে বাদ, আবার কারও তালিকায় নামও ঠাঁই পায়নি বলে দাবি।
/)
/)
বাড়ি পাওয়ার জন্য একাধিকবার প্রশাসনের কাছে দাবি জানিয়েও এইসমস্ত অসহায় মানুষগুলোর জন্য সরকারি বাড়ি বরাদ্দ হয়নি। আর আবাস যোজনার তালিকা নিয়ে এমনিতেই জেলায় জেলায় ক্ষোভ বিক্ষোভ, এমনকি শাসকদলের জনপ্রতিনিধিদের বিরুদ্ধেও ভুরিভুরি অভিযোগ সামনে আসছে। তারই মাঝে উপপ্রধানের মায়ের নাম তালিকায় রয়েছে। রীতিমতো তালিকা প্রকাশ করে এহেন পোস্টারিংকে ঘিরে শোরগোল পড়েছে চন্দ্রকোনার মনোহরপুর-২ গ্রাম পঞ্চায়েত জুড়ে।তালিকায় মায়ের নাম রয়েছে অথচ তা জানা নেই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সঞ্জয় অধিকারীর এমনই জানান তিনি।এমনকি উপপ্রধান সঞ্জয় অধিকারীর বলেন, 'যদি তালিকায় নাম থেকে থাকে বিডিও সাহেবকে বলবো নামটি কেটে দেওয়ার জন্য।' যে নামের তালিকা হয়েছে সেইখানে তার মায়ের নামের সাথে বাবার নাম ভুল উল্লেখ রয়েছে সেটিও জানান তিনি।এই পোস্টারকে চক্রান্ত বলে দাবি করেন তিনি।এবিষয়ে বিজেপির মন্ডল সভাপতি সবুজ মজুমদারের দাবি, এই পোস্টার আসলে তৃণমূলেরই গোষ্ঠী কোন্দলের বহিঃপ্রকাশ।