নিজস্ব সংবাদদাতা : উলুবেড়িয়ায় রাস্তার ধারে পার্কিং করে রাখা কন্টেনারের ওপর বেহুঁশ হয়ে পড়ে রয়েছেন চালক। তাকে বেহুঁশ করে টাকা ও মোবাইল হাতালো দুষ্কৃতীরা। জাতীয় সড়কে দুষ্কৃতী দৌরাত্ম্যে প্রশ্নের মুখে নিরাপত্তা ব্যবস্থা। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা কন্টেনারে চলে লুঠতরাজ।