২০২২ সালে ৭৩ টি মামলা দায়ের করেছে NIA

author-image
Harmeet
New Update
২০২২ সালে ৭৩ টি মামলা দায়ের করেছে NIA


নিজস্ব সংবাদদাতাঃ
বছর ভর এবার নিজেদের কাজের হিসেব দিল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। শনিবার এই তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়েছে, এনআইএ ২০২২ সালে ৭৩ টি মামলা দায়ের করেছে যা ২০২১ সালে দায়ের করা ৬১ টি মামলার থেকে ১৯.৬৭% বৃদ্ধি পেয়েছে এবং এটি এনআইএ-র জন্য সর্বকালের হাই রেকর্ড। এই মামলাগুলির মধ্যে জম্মু ও কাশ্মীর, আসাম, বিহার, দিল্লি, কর্ণাটক, কেরল, মধ্যপ্রদেশের মতো বিভিন্ন রাজ্যে জিহাদি সন্ত্রাসের ৩৫ টি মামলা রয়েছে।