১৭৬টি হারিয়ে যাওয়া মোবাইল ফিরিয়ে দিল পুলিশ

author-image
Harmeet
New Update
১৭৬টি হারিয়ে যাওয়া মোবাইল ফিরিয়ে দিল পুলিশ

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম : শুক্রবার ঝাড়গ্রাম শহরের পাঁচ মাথার মোড় এলাকায় এক অনুষ্ঠানে ঝাড়গ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে প্রত্যর্পণ কর্মসূচির আয়োজন করা হয়। ওই কর্মসূচির মাধ্যমে হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলি উদ্ধার করে যাদের মোবাইল তাদের হাতে তুলে দেওয়া হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার অরিজিৎ সিনহা সহ আরো অন্যান্য পুলিশ আধিকারিকেরা । হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে যাদের মোবাইল তাদের হাতে মোবাইল ফোনগুলি তুলে দেওয়ার পর ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার অরিজিৎ সিনহা বলেন, 'ঝাড়গ্রাম জেলা পুলিশের সোশ্যাল অপারেশন গ্রুপ হারিয়ে যাওয়া মোবাইলগুলি দ্রুত উদ্ধার করে। সেই মোবাইল ফোনগুলি শুক্রবার যাদের ফোন তাদের হাতে তুলে দেওয়া হয়। শুক্রবার মোট ১৭৬ টি মোবাইল ফোন তুলে দেওয়া হয়েছে। যার আনুমানিক মূল্য ১১ লাখ ৪০ হাজার টাকা। ২০১৯ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত মোট ১৯২২ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ২ কোটি ১১ লক্ষ টাকা।'


 তিনি বলেন, 'কলকাতা পুলিশের বাইরে ঝাড়গ্রাম জেলায় প্রত্যর্পণ কর্মসূচির আয়োজন করা হয়। এরপর আরো কয়েক জায়গায় শুরু হয়েছে।' ঝাড়গ্রাম জেলার সোশ্যাল অপারেশন গ্রুপের পুলিশ কর্মীরা দ্রুততার সাথে হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলি উদ্ধার করেছে। তিনি ওই গ্রুপের সকল সদস্যকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। পুলিশের পক্ষ থেকে হারিয়ে যাওয়া মোবাইলগুলি তুলে দেওয়ায় মোবাইল ফোনগুলি ফেরত পেয়ে খুশি যাদের ফোন হারিয়ে গিয়েছিল সেই ব্যক্তিরা। তার জন্য তারা ঝাড়গ্রাম জেলা পুলিশকে ধন্যবাদ জানান।