ব্যাঙ্কে ৯ লক্ষ টাকা থাকার পরেও আবাসের বাড়ির আবেদন!

author-image
Harmeet
New Update
ব্যাঙ্কে ৯ লক্ষ টাকা থাকার পরেও আবাসের বাড়ির আবেদন!

দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : ব্যাঙ্কে রয়েছে ৯ লক্ষ টাকা। বড় ছেলে প্রাইমারি স্কুলের শিক্ষক। ছোটো ছেলে ব্যবসায়ী। তাও আবাস যোজনায় বাড়ি পাওয়ার আবেদন। সার্ভেতে গিয়ে চক্ষু চড়কগাছ সরকারি আধিকারিকদের।প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি পেতে বিডিওকে আবেদন ব্যাক্তির। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার মোহাড় অঞ্চলের বাশুলিয়া এলাকায়।গত ২৭ ডিসেম্বর সবংয়ের বিডিওকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি পাওয়ার আবেদন জানান সবংয়ের বাশুলিয়া এলাকার বাসিন্দা অদ্বৈত জানা।আবেদন পাওয়ার পর এলাকায় সার্ভে করতে গিয়ে চক্ষু চড়কগাছ প্রশাসনিক আধিকারিকদের।ঝকঝকে মার্বেল লাগানো ঝা চকচকে বাড়িতে থাকেন আবেদনকারী।বড় ছেলে পেশায় প্রাইমারি স্কুলের শিক্ষক।ছোটো ছেলের বড় হার্ডওয়ার দোকানের ব্যবসা।আসলে যে বাড়িটি দেখিয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা ছিল তা আসলে নিজের ভাইরের বাড়ি।আর এই খবর ব্লক অফিসে আসতেই চেম্বারে ডেকে ধমক দেন বিডিও। পরবর্তী কালে কড়া ব্যবস্থার হুশিয়ারি দেন বিডিও তুহিন শুভ্র মহান্তি। অদ্বৈত জানার দাবি, তিনি কাঁচা বাড়িতেই থাকেন।ছেলেদের সঙ্গে   তাঁর কোন সম্পর্ক নেই।মাঝে মধ্যে পাকা বাড়িতে থাকেন। তিনি বলেন, 'যদি পাই তাই বিডিওকে জানিয়েছি।'