নিজস্ব সংবাদদাতা : ঝাড়খণ্ডের অভিনেত্রী রিয়া কুমারী খুনে এবার গ্রেফতার করা হল তার দেওরকে। ধৃতের নাম সন্দীপ কুমার। ধৃতের অভিযোগ, কী হয়েছে জানতে থানায় গেলেই তাকে গ্রেফতার করা হয়। এদিকে দফায় দফায় জেরা করা হলেও নিজের দাবিতে অনড় অভিনেত্রীর স্বামী প্রকাশ। খুন করেনি বলেই দাবি করে যাচ্ছে সে। পুলিশ খুনের মোটিভ খতিয়ে দেখছে।