হুমকি আতঙ্কে গৃহবন্দি অঙ্গনওয়াড়ি কর্মী

author-image
Harmeet
New Update
হুমকি আতঙ্কে গৃহবন্দি অঙ্গনওয়াড়ি কর্মী

নিজস্ব সংবাদদাতা : রাজ্য জুড়ে আবাস দুর্নীতির ঝড় উঠেছে। একের পর এক কারচুপির ঘটনা সামনে আসছে। জেলায় জেলায় চলছে বিক্ষোভ। মুর্শিদাবাদে হুমকি আতঙ্কে তিন দিন ধরে ঘরে নিজেকে বন্দি করে রাখলেন এক অঙ্গনওয়াড়ি কর্মী। যাননি আইসিডিএস কেন্দ্রেও। রিহরপাড়া থানার চোঁয়া পাঠানপাড়া এলাকার ঘটনা। কেন্দ্রীয় আবাস যোজনার সমীক্ষার কাজ করেছিলেন ওই অঙ্গনওয়াড়ি কর্মী রসিদা বানু। 


সার্ভের পর স্থানীয় অনেক বাসিন্দার নাম বাদ হয়েছে তালিকা থেকে।তারপর থেকেই একের পর এক হুমকি পাচ্ছেন তিনি।বিষয়টি নিয়ে তিনি পুলিশের দ্বারস্থ হবেন বলেও জানা গিয়েছে।রসিদা বানুর এলাকার প্রায় ২০০ বাড়িতে আবাস প্লাসের সার্ভে করেন। নাম বাদ পড়ার ঘটনায় তার অভিযোগ, নাম বাদ দিয়েছেন পঞ্চায়েত কিংবা প্রধান। তিনি নন।