New Update
/anm-bengali/media/post_banners/jXONsM52bEWLLWQ3YfdY.jpg)
নিজস্ব প্রতিনিধি:ত্রিপুরায় ৫ তৃণমূল কর্মীর ১৬ তারিখ পর্যন্ত জেল হেফাজত দিল আদালত। আমবাসা থানার একটি মামলায় এদের গতকাল রাতে গ্রেফতার করে পুলিশ। আজ আদালতে পুলিশ নিজেদের হেফাজতে চাইলেও, বিচারপতি এদের জেল হেফাজত দেন। এদের বিরুদ্ধে পুলিশের অভিযোগ, এরা বিজে্পির মিছিলে হামলা করার পরিকল্পনা করেছিল। যদিও তৃণমূলের অভিযোগ, এদের মধ্যে একজন আক্রান্ত দেবাংশুদের নিজের বাড়িতে আশ্রয় দিয়ে শুশ্রুষা করেছিলেন, তাই তাকে ফাঁসানো হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us