নিজস্ব সংবাদদাতা: টানা ১০ মাস ধরে চলছে রাশিয়া- ইউক্রেন যুদ্ধ। বহুবার রাশিয়া ইউক্রেনের বেশ কিছু গুরুত্বপূর্ণ অঞ্চলে হামলা চালিয়েছেন। লাগাতার হামলার ফলে ইউক্রেনের বেশ কিছু অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এবার এই নিয়ে মুখ খুললো ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তারা দাবি করে, যুদ্ধের প্রথম থেকেই রাশিয়া সবথেকে বেশি হামলা করেছে ইউক্রেনকে।