সেটে মিলল প্রয়াত নায়িকা তুনিশার নাম লেখা নোট!

author-image
Harmeet
New Update
সেটে মিলল প্রয়াত নায়িকা তুনিশার নাম লেখা নোট!

নিজস্ব সংবাদদাতা: অভিনেত্রী তুনিশা শর্মার মৃত্যুর তদন্ত চলছে পুরোদমে। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার তাঁর প্রাক্তন প্রেমিক সিজান খান। পুলিশ সূত্রে একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসছে। সম্প্রতি জানা গেল, তুনিশার মৃত্যুর পরে সিজান তাঁর এক সম্ভাব্য গোপন প্রেমিকার সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যাট মুছে দিয়েছেন। যা উদ্ধার করে বাকি আবার জেরা করা হবে সিজানকে। ওয়ালিভ পুলিশের সূত্রে জানা গেল, যখন সিজানের রিমান্ডের জন্য আবেদন জানিয়েছিল তারা, সেখানেই এই তথ্যের উল্লেখ ছিল। পুলিশের দাবি, তুনিশা ছাড়াও আর এক মহিলার সঙ্গে সম্পর্কে ছিলেন সিজান। তুনিশার মৃত্যুর দিন সেই মহিলার সঙ্গে দু'ঘণ্টা টানা ফোন কথা বলেছিলেন সিজান।