আচমকা আসাম-বাংলা সীমান্তে পরিদর্শনে পুলিশ সুপার

author-image
Harmeet
New Update
আচমকা আসাম-বাংলা সীমান্তে পরিদর্শনে পুলিশ সুপার

দেবাশিস বিশ্বাস, বক্সিরহাট: আচমকা কোচবিহার জেলার আসাম বাংলা সীমান্তে পরিদর্শনে এলেন কোচবিহার জেলার পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা। মঙ্গলবার সকাল ১১টা নাগাদ হঠাৎ বক্সিরহাট থানায় এসে উপস্থিত হন কোচবিহার জেলার নতুন পুলিশ সুপার সুমিত কুমার, সহ্ অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানি রাজ ও একাধিক পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।  

কোচবিহার জেলার নতুন পুলিশ সুপারের দায়িত্ব পাওয়ার পরেই  আজ আচমকা, অন্যান্য পুলিশ কর্তাদের সঙ্গে নিয়ে বক্সিরহাট থানায় উপস্থিত হন নতুন পুলিশ সুপার। থানায় বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনার পাশাপাশি, বক্সিরহাট থানার ভারপ্রাপ্ত আধিকারিক শুভজিৎ ঝাঁ কে সঙ্গে নিয়ে আসাম- বাংলা সীমান্ত সহ, বিশেষ গুরুত্বপূর্ণ  এলাকাগুলি পরিদর্শন এ বের হন।