New Update
/anm-bengali/media/post_banners/u9ojHMzGjrp8FYqgWysM.jpg)
নিজস্ব সংবাদদাতা: ২০১৮ সালের ডিসেম্বর মাসে মস্কোর একটি হোটেল থেকে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার করা হয় পল হুইলানকে। তবে হুইলানের বিরুদ্ধে ওঠা অভিযোগ হুইলান এবং মার্কিন যুক্তরাষ্ট্র কঠোরভাবে প্রত্যাখ্যান করে।
তবে ঘটনার ৪ বছর পূর্তি হওয়ার পরও এখনও রাশিয়ার কারাবন্দি রয়েছেন পল হুইলান। তবে গ্রেপ্তারের ৪ বছর পূর্তির পর পল হুইলানকে দেশে ফেরানোর প্রতিশ্রুতি আরও দৃঢ় করেছেন মার্কিন বিদেশ মন্ত্রী ব্লিঙ্কেন। ব্লিঙ্কেন জানিয়েছেন, হুইলানকে দেশে ফিরিয়ে আনতে প্রতিটি সুযোগে রাশিয়ার ওপর মুক্তির জন্য চাপ বৃদ্ধি করছে মার্কিন যুক্তরাষ্ট্র।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us