আফগানিস্তান থেকে আজই ফিরিয়ে আনা হচ্ছে ভারতীয়দের

author-image
Harmeet
New Update
আফগানিস্তান থেকে আজই ফিরিয়ে আনা হচ্ছে ভারতীয়দের

​নিজস্ব সংবাদদাতাঃ  আর কোনও ঝুঁকি নিতে চাইছে না ভারত। তড়িঘড়ি বিমানে ফিরিয়ে আনা হচ্ছে ভারতীয় কূটনীতিকদের। আজ মঙ্গলবার বিকেলেই বায়ুসেনা বিমানে ফিরিয়ে আনা হবে ভারতীয় আধিকারিকদের। আফগানিস্তানের মাজার-ই-শরিফে ভারতীয় দূতাবাসে কর্তব্যরত ছিলেন তাঁরা। এর আগে কান্দাহার মিশন থেকে যা ভাবে ভারতীয়দের ফিরিয়ে আনা হয়েছিল, সে ভাবেই আজও ফিরিয়ে আনা হবে। আজই মাজার-ই-শরিফ থেকে একটি বিমান দিল্লি ফিরবে। এলাকায় বসবাসকারী সব ভারতীয়কে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে তাঁরা দ্বিধা না করে ফিরে আসেন। মাজার-ই-শরিফের ভারতীয় রাষ্ট্রদূত সব ভারতীয়ের উদ্দেশে এই বার্তা দিয়েছেন। যে সব ভারতীয় আফগানিস্তান ছাড়তে ইচ্ছুক, তাঁদের বলা হয়েছে যাতে তাঁরা পুরো নাম, পাসপোর্ট নম্বর ও পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণ হওয়ার তারিখ হোয়াটসঅ্যাপ করেন। দুটি হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া হয়েছে- ০৭৮৫৮৯১৩০৩ ও ০৭৮৫৮৯১৩০১।