তুনিশার মৃত্যু কি ‘লভ জিহাদ’-এর ফল, প্রশ্ন অভিনেত্রীর কাকার

author-image
Harmeet
New Update
তুনিশার মৃত্যু কি ‘লভ জিহাদ’-এর ফল, প্রশ্ন  অভিনেত্রীর কাকার

নিজস্ব সংবাদদাতাঃ    অবসাদে ভুগছিলেন অভিনেত্রী  তুনিশা শর্মা। শেষমেশ  ২৪ ডিসেম্বর সিরিয়ালের সেটেই ঝুলন্ত দেহ উদ্ধার হয় বছর কুড়ির তুনিশা শর্মার। ‘আলিবাবা: দস্তান-এ-কাবুল’-এ তুনিশার সহ-অভিনেতা শীজ়ান খান। তাঁর সঙ্গেই প্রেমের সম্পর্ক ছিল তুনিশার। প্রেমে প্রতারণা থেকে মৃত্যুর পথ বেছে নেন অভিনেত্রী। দিন কয়েক আগেই তুনিশার মৃত্যুতে ‘লভ জিহাদ’ খুঁজেছিলেন বিজেপি বিধায়ক। এ বার সেই বির্তকে মুখ খুললেন তুনিশার কাকা পবন শর্মা। ভাইঝির মৃত্যুর ঘটনা ১০০ শতাংশ ‘লভ জিহাদ’ বলে দাবি করলেন তিনি।