নিজস্ব সংবাদদাতা: গত কয়েকদিনের প্রবল শৈত্য প্রবাহের জেরে মার্কিন যুক্তরাষ্ট্রে জমে গিয়েছে বেশ কিছু লেক। উৎসবের মরশুমে ছুটি থাকায় তেমনই একটি লেকে পরিবার নিয়ে আমেরিকার অ্যারিজোনায় বেড়াতে গিয়েছিল তিন প্রবাসী ভারতীয় পরিবার।
মৃতদের নাম নারায়ণ রাও মুড্ডানা, হরিথা ও গোকুল মেডিসেট্টি। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, লেকের বুকে দাঁড়িয়ে স্ত্রীর সঙ্গে ছবি তুলছিলেন নারায়ণ রাও। আচমকাই বরফ ফেটে গিয়ে লেকের গর্ভে তলিয়ে যান তাঁরা।