New Update
/anm-bengali/media/post_banners/pcMmFn7ErknIjQLkJAFh.jpg)
নিজস্ব সংবাদদাতা: বুধবার সকাল থেকেই জিও-র সার্ভার ডাউন। রিলায়েন্স জিও সার্ভার সারা দেশজুড়ে সংক্ষিপ্তভাবে ডাউন ছিল। এদিন সকাল থেকেই জিও ব্যবহারকারীদের ইন্টারনেট পরিষেবা অ্যাক্সেসে সমস্যা হচ্ছিল। Downdetentor ওয়েবসাইটে জানানো হয়েছে সকাল ১০টা নাগাদ এই সমস্যার সূত্রপাত।
এর পরেই বিপুল সংখ্যক জিও গ্রাহক এই ওয়েবসাইটে এসে অভিযোগ করা শুরু করেন। তার মধ্যে ৩০শতাংশ জানিয়েছেন ফোনে কোনও নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। বাকি গ্রাহকরা ফোনে দুর্বল সিগন্যালের অভিযোগ জানিয়েছেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us