একাধিক আইপিএস অফিসারদের বদলি করল সরকার

author-image
Harmeet
New Update
একাধিক আইপিএস অফিসারদের বদলি করল সরকার

নিজস্ব সংবাদদাতাঃ একাধিক পুলিশ আধিকারিককে বদলি করা হল। গভীর রাতে রদবদল করে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার বেশ কয়েকজন সিনিয়র আইপিএস অফিসারকে বদলি করেছে। ডিজিপি সদর দফতরের সঙ্গে যুক্ত অতিরিক্ত ডিরেক্টর জেনারেল (এডিজি) এ সতীশ গণেশকে এডিজি জিআরপি করা হয়েছে। অন্যদিকে, এডিজি জিআরপি, পীযূষ আনন্দ ডিজিপি সদর দফতরে নতুন এডিজি হয়েছেন।