নিজস্ব সংবাদদাতাঃ বুধবার ভোরে উত্তরাখণ্ডের উত্তরকাশীতে ৩.১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। রাত ২টা ১৯ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। জানা গিয়েছে, ভূমিকম্পটির অক্ষাংশ ছিল ৩০.৮৭ এবং দ্রাঘিমাংশ ছিল ৭৮.১৯ এবং গভীরতা ছিল ৫ কিলোমিটার।