নিজস্ব সংবাদদাতাঃ নেপালের জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র (এনইএমআরসি) জানিয়েছে, বুধবার ভোরে নেপালের বাগলুং জেলায় ৪.৭ ও ৫.৩ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হেনেছে। জানা গিয়েছে, স্থানীয় সময় ভোর ১টা ২৩ মিনিটে বাগলুং জেলার অধিকারী চৌরের আশেপাশে ৪.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এবং দ্বিতীয় ভূমিকম্পটি স্থানীয় সময় ভোর ২টা ০৭ মিনিটে বাগলুং জেলার খুঙ্গার এলাকায় অনুভূত হয়। এখনও পর্যন্ত কোনও প্রাণহানি ও সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।