মেয়ে প্রাপ্তবয়স্ক হলে বাবার কাছে চাইতে পারবে না ভরন পোষণ, জানাল কোর্ট

author-image
Harmeet
New Update
মেয়ে প্রাপ্তবয়স্ক হলে বাবার কাছে চাইতে পারবে না ভরন পোষণ, জানাল কোর্ট

নিজস্ব সংবাদদাতাঃ ফের যুগান্তকারী রায় দিল আদালত। এডিজে আদালত সিজেএম আদালতের নির্দেশকে পাল্টা দিয়ে দিয়ে বলেছে যে মেয়ে প্রাপ্তবয়স্ক, শিক্ষিত এবং শারীরিক ও মানসিকভাবে সুস্থ হলে বাবার কাছে অর্থ চাওয়ার অধিকারী নয়। একজন ব্যক্তি আবেদন করেছেন যে ২০১৮ সালে সিজেএম আদালত মেয়েকে রক্ষণাবেক্ষণের জন্য প্রতি মাসে ৩,০০০ টাকা দেওয়ার নির্দেশ দিয়েছিল। কিন্তু সেই মেয়ে আলাদা থাকে এবং প্রাপ্তবয়স্ক। যমুনানগরে সিজেএম আদালতের আদেশকে চ্যালেঞ্জ জানাতে এডিজে নেহা নওহারিয়া আদালতে আবেদন করেছিলেন। সিজেএম ১২৫ ধারায় মেয়েকে রক্ষণাবেক্ষণের জন্য প্রতি মাসে ৩,০০০ টাকা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। এদিকে এডিজে আদালত প্রাপ্তবয়স্ক, শারীরিক ও মানসিকভাবে সঠিক মেয়েকে ১২৫ ধারায় রক্ষণাবেক্ষণের অধিকারী বলে বিবেচনা করেনি। যমুনানগর আদালত যে ঐতিহাসিক রায় ঘোষণা করেছে তা বলাই বাহুল্য।