শহরে 'বেশরম' অপরাজিতা, দেখুন ভিডিও

author-image
Harmeet
New Update
শহরে 'বেশরম' অপরাজিতা, দেখুন ভিডিও

নিজস্ব সংবাদদাতা: লাল রঙের ড্রেস, কাঁধ ছোঁয়া কোঁকড়া চুল। অন্য রকম সাজে ধরা দিলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য।শ্যুটিং ফ্লোরের ব্যস্ততা কাটিয়ে শহরের কোনও এক নিশিঠেকে হাজির হয়েছিলেন অপরাজিতা। সেখানেই মেতে উঠলেন 'বেশরম রং'-এর আমেজে। শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোন অভিনীত 'পাঠান'-এর এই গান নিয়ে বিতর্ক অনেক। তবে সেই গানের তালেই নেচে উঠলেন পর্দার লক্ষ্মী কাকিমা। দেখুন সেই ভিডিও।