ক্রিসমাস ইভে দায়ের ৩২৩ মামলা

author-image
Harmeet
New Update
ক্রিসমাস ইভে দায়ের ৩২৩ মামলা

নিজস্ব সংবাদদাতা:  রাত বাড়তেই বড়দিনের উৎসব মেতে উঠল গতির দৌরাত্ম্যে এবং চলল মদ্যপ অবস্থায় বেপরোয়া গাড়ির দাপট। ফলে ৩০০ ছাড়িয়ে গেল মামলা। কলকাতা পুলিশকে চাপের মুখে কাজ করতে হল ক্রিসমাস ইভে বলে খবর।


এদিন রাতভর শহরের নাকা চেকিং পয়েন্টে উর্দিধারীদের সজাগ দৃষ্টিতে বন্দি হলেন অনেকেই। এমনকী ক্রিসমাস ইভে ট্রাফিক আইনভঙ্গের জেরে মোট ৩২৩টি মামলা দায়ের করল কলকাতা পুলিশ। এমনকী পুলিশের উপর আক্রমণও নেমে এসেছে নানা জায়গায়। ক্রিসমাস ইভে শহরের রাস্তায় অভব্যতা এবং মদ্যপ অবস্থায় পুলিশের সঙ্গে খারাপ ব্যবহারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ৩১৪ জনকে। বাজেয়াপ্ত করা হয়েছে প্রায় ৯০ লিটার মদ বলে পুলিশ সূত্রে খবর।