নিজস্ব সংবাদদাতাঃ আসন্ন স্বাধীনতা দিবসের প্রাক্কালে জম্মু কাশ্মীরে বিশেষ উদ্যোগ ভারতীয় সেনার। আগামী ১৫ আগস্ট ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবস। তার পূর্বেই মঙ্গলবার জম্মু কাশ্মীরে সর্বচ্চ জাতীয় পতাকা উত্তোলন করল ভারতীয় সেনা। ১০০ মিটার উচ্চতা বিশিষ্ট জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে জম্মু কাশ্মীরের অন্যতম পর্যটন স্থান গুলমার্গে। ভারতীয় সেনার তরফ থেকে জানানো হয়েছে, জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে কাশ্মীরে শান্তির বার্তা দেওয়া হয়েছে।