মোবাইল ফেরত দিল সান্তা, আবাসিকদের কেক খাওয়ালো পুলিশ

author-image
Harmeet
New Update
মোবাইল ফেরত দিল সান্তা, আবাসিকদের কেক খাওয়ালো পুলিশ

নিজস্ব সংবাদদাতা, পাণ্ডবেশ্বর : রবিবার বড়দিনে হারিয়ে যাওয়া মোবাইল নিয়ে হাজির স্বয়ং সান্তা। নিজে মোবাইলগুলি তুলে দিল মালিকদের হাতে। বড়দিনে এমন ঘটনা ঘটলো পাণ্ডবেশ্বর থানায়। এ দিন পাণ্ডবেশ্বর থানায় "ফিরে পাওয়া"- কর্মসূচিতে বিভিন্ন সময় হারিয়ে যাওয়া ৫৭ টি মোবাইল উদ্ধার করে সেগুলি মালিকদের ফেরত দিল পুলিশ । থানা চত্বরে এদিন "ফিরে পাওয়া"- কর্মসূচিতে উপস্থিত ছিলেন এসিপি সৌরভ চৌধুরী, সিআই বি পিন্টু সাহা,থানার আধিকারিক রবীন্দ্রনাথ দলুই। অনুষ্ঠান মঞ্চে সান্তা পোশাকে হাজির ছিলেন একজন সিভিক ভলেন্টিয়ার। তিনি-ই ফিরে পাওয়া মোবাইলগুলি মালিকদের হাতে তুলে দেন। থানার আধিকারিক রবীন্দ্রনাথ দলুই জানান, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময় যে সকল মোবাইল হারিয়ে ছিল তার মধ্যে ৫৭ টি মোবাইল উদ্ধার করে সেগুলি এদিন ফেরত দেওয়া হয় ।



হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে কলেজ ছাত্রী জানায়, "পুলিশ মোবাইল উদ্ধার করেছে শুনেই দারুন এক্সাইটমেন্ট ছিল, আজ বড়দিনে সান্তার হাত থেকে হারানো মোবাইল ফিরে পেয়ে সান্তার কাছ থেকে বড়দিনের গিফট পেলাম"।