New Update
/anm-bengali/media/post_banners/GAGk2Wc2zYQUzr6aPO0B.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আপনার প্রেমিক কী খুব রাগী? তাহলে কী করবেন জানুন।
১) স্বামী হোক বা বয়ফ্রেন্ড...নিজের সঙ্গীর সঙ্গে আগে মন খুলে কথা বলুন। তাঁর সমস্যার কথা শুনুন। প্রেমিককে বলুন, তাঁর প্রচণ্ড রাগ আপনাদের সম্পর্ককে তিক্ত করে দিতে পারে।
২) আপনার সঙ্গী বারবার কেন রেগে যাচ্ছেন সে ব্যপারটা খতিয়ে দেখার চেষ্টা করুন। দরকার পড়লে সেটা নিয়ে আলোচনা করুন।
৩) আপনার প্রেমিক বা স্বামী প্রচণ্ড রেগে গেলে আপনি ঠাণ্ডা থাকুন। কারণ দুপক্ষই যদি একসঙ্গে মাথা গরম করে কিছু বলে বা করে ফেললে ব্যাপারটি হিতে বিপরীত হতে পারে। আপনার সঙ্গীকে শান্ত করার চেষ্টা করুন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us