জোকা-তারাতলা রুটে মেট্রোয় সফর করা যাবে চলতি মাস থেকেই!

author-image
Harmeet
New Update
জোকা-তারাতলা রুটে মেট্রোয় সফর করা যাবে চলতি মাস থেকেই!

নিজস্ব সংবাদদাতা : নতুন বছরে নতুন পাওনা। জোকা থেকে তারাতলা পর্যন্ত সফর করা যাবে মেট্রোয় । ডিসেম্বরেই এই রুটে যাত্রীরা যাতায়াত করতে পারবেন বলে জানিয়েছেন মেট্রো রেলের জিএম অরুণ অরোরা। একই সঙ্গে নিউ গড়িয়া থেকে রুবি রুটের কাজও দ্রুত শেষ করার কথা জানান তিনি। উক্ত রুটে জোকা থেকে ঠাকুরপুকুর, সখেরবাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার হয়ে মেট্রো আসবে তারাতলায়।জোকা-তারাতলা রুটের দৈর্ঘ্য সাড়ে ৬ কিলোমিটার। এই রুটে ছয়টি স্টেশন রয়েছে। 



মনে করা হচ্ছে, এই মেট্রো পরিষেবা চালু হলে চাপ কমবে ডায়মন্ড হারবার রোডের উপর।নন-এসি রেক দিয়ে ট্রায়াল হওয়া পর, সম্প্রতি, এসি রেক পাঠানো হয়েছে জোকা ডিপোয়।মেট্রো সূত্রে খবর,স্টেশনগুলিতে এখনও স্মার্টগেট বসানো হয়নি।প্রাথমিকভাবে পেপার টিকিট দিয়ে চালু হতে পারে পরিষেবা।