বিহারকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
বিহারে গেরুয়া ঝড়, দিল্লিতে বিতরণ হল ক্ষীর
ভোটার তালিকার শুদ্ধিকরণ প্রয়োজন, বুঝিয়ে দিল বিহার, বড় বার্তা শাহর
বিহারের ফলাফলে উচ্ছ্বসিত আসাম
বঙ্গোপেক্স ২০২৫ ফিরল ছয় বছর পর! সায়েন্স সিটিতে ডাকটিকিট প্রেমীদের জমায়েত, উদ্বোধনে রাজ্যপাল
গণনায় এগোচ্ছে এনডিএ, উচ্ছ্বাসে রাস্তায় বিজেপি কর্মীরা— “মানুষ উন্নয়নকেই ভোট দিয়েছে”
বিহারে এনডিএ ঝড়! হাওড়ায় বিজেপির উল্লাসে ফেটে পড়ল রাস্তাঘাট, বিজয় মিছিল–মুখে মিষ্টি
“মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখা লোক আজ পিছিয়ে,” গণনায় তেজস্বী পিছিয়ে পড়তেই কটাক্ষ অমিত মালব্যের
“হিন্দু সন্ত্রাস, গেরুয়া সন্ত্রাস— এসব বলে পাকিস্তানের সুরে কথা বলে কংগ্রেস”— কেন্দ্রীয় মন্ত্রীর বিস্ফোরক মন্তব্য

বাড়িতেই বানিয়ে নিন শিমার লিপ বাম

author-image
Harmeet
New Update
বাড়িতেই বানিয়ে নিন শিমার লিপ বাম

​নিজস্ব সংবাদদাতাঃ  লিপ বামে যদি শিমার থাকে তাহলে আপনার ঠোঁটকে আরও উজ্জ্বল করে। একইসঙ্গে ঠোঁটে এক সুন্দর রঙিন আভাও থাকে। কিন্তু শিমার লিপ বাম  কেনার কী প্রয়োজন? যদি আপনি বাড়িতেই শিমার লিপ বাম  বানিয়ে নিতে পারেন। আসুন জেনে নিই কীভাবে DIY শিমার লিপ বাম বানাবেনl






কী কী প্রয়োজন 

১ টেবিল চামচ কসমেটিক গ্রেড মাইকা পিগমেন্ট পাউডার
২ টেবিল চামচ শিয়া বাটার
২ টেবিল চামচ নারকেল তেল
১০ ফোঁটা পিপারমিন্ট এসেনশিয়াল অয়েল
১টি ভিটামিন ই ক্যাপসুল
১ টেবিল চামচ কোকোয়া পাউডার

What Is Shea Butter? 22 Benefits, Uses, and Products to Try

কীভাবে বানাবেন

একটি পাত্র নিন। তার মধ্য়ে শিয়া বাটার এবং নারকেল তেল যোগ করুন। অল্প আঁচে পাত্র গরম করুন। যতক্ষণ না শিয়া বাটার গলে যায়। একটি মিশ্রণ তৈরি হবে। মিশ্রণ তৈরি হলে আঁচ বন্ধ করে দিন। ভিটামিন ই ক্যাপসুল ফাটিয়ে ভিতরের তরল ওই মিশ্রণে মিশিয়ে দিন। ভাল করে নাড়িয়ে নেবেন।

এরপর এক চা চামচ পিপারমিন্ট অয়েল নিন। সেটি ওই মিশ্রণে মিশিয়ে দিন। ভাল করে নাড়তে থাকুন। ধীরে ধীরে আপনার মাইকা পিগমেন্ট পাউডার যোগ করুন। খুব ভাল হয় যদি লাল কিংবা গোলাপি রঙের হয়। কোকোয়া পাউডার যোগ করুন। ধীরে ধীরে নাড়তে থাকুন। এরপর একটি লিপবামের কন্টেনার নিন। তার মধ্য়ে এই মিশ্রণটি ঢেলে দিন। তারপর ঠান্ডা করে নিন। রেফ্রিজারেট করুন। আপনার শিমার লিপ বাম তৈরি। যখন প্রয়োজন ঠোঁটে লাগিয়ে নিন।