​নিজস্ব সংবাদদাতাঃ ওটিটিতে রবিবার থেকে শুরু হয়েছে বিগবস। আর এই বিগবসেই সবাইকে চমকে দিয়ে প্রতিযোগী হিসেবে অংশ নিয়েছেন শমিতা শেট্টি। পর্ণকাণ্ডে পরিবার জেরবার, এর মধ্যে শমিতার রিয়ালিটি শো’র অংশ হওয়া নিয়ে রবিবার থেকেই শুরু হয়েছে নানা বিতর্ক। তারই মাঝে বিগবসের প্রথম দিনেই সহপ্রতিযোগীর সঙ্গে ঝামেলায় জড়ালেন শমিতা। অভিনেতা প্রতীক সেজপালের সঙ্গে খাবার নিয়ে ঝামেলা হয় শমিতার। দুদিক থেকেই উড়ে আসতে থাকে কথার বাণ। এরকমই এক ভিডিয়ো এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেই ভিডিয়োতেই দেখা যায় জল গড়ায় এতদূর যে বাকি সদস্যদেরও তাঁদের ঝামেলা থামাতে এগিয়ে আসতে হয়।