/anm-bengali/media/post_banners/EqRjsNJVlk4f8EE5HPzz.jpg)
দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : দেশের সর্বপ্রাচীন এবং বৃহৎ প্রযুক্তি শিক্ষার পীঠস্থান আইআইটি খড়গপু্রের আজ ৬৮তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হয়েছে। শনিবার আইআইটি খড়গপু্র ক্যাম্পাসে চলতি শিক্ষাবর্ষে বিদায়ী পড়ুয়াদের ডিগ্রি প্রদান করা হয়।
আগামী বছরই মালয়েশিয়াতে নিজেদের ক্যাম্পাস, "আই আই টি মালয়েশিয়া", খোলা হবে বলে ঘোষণা করেছেন প্রতিষ্ঠানের নির্দেশক অধ্যাপক বীরেন্দ্র কুমার তেওয়ারি। অধ্যাপক তিওয়ারি জানান, বিশ্বায়নের যুগে দাঁড়িয়ে উচিত ‘আইআইটি ব্র্যান্ড ’ কে বিশ্বেও ছড়িয়ে দেওয়া দরকার। সেই কারনেই আমাদের বিদেশেও ক্যাম্পাস খোলা দরকার। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের এই নির্দেশ মাথায় রেখেই আইআইটি খড়গপু্রের তরফ থেকে মালয়েশিয়াতে একটি ক্যাম্পাস খুলতে চলেছে। আগামী ২০২৩ শিক্ষাবর্ষ থেকেই সেই ক্যাম্পাসের পঠন পাঠন শুরু হয়ে যাবে।
এদিন দুহাজারেও বেশি পড়ুয়াকে বি.টেক, এম. টেক, ডাক্তারি প্রযুক্তি, ম্যানেজমেন্ট, সহ নানা ক্ষেত্রের জন্য ডিগ্রি প্রদান করা হয়। বিদায়ী শিক্ষাবর্ষের মোট ৭ জনকে কৃতী পড়ুয়াকে "স্বর্ণপদক" প্রদান করা হয়। এদিন রাষ্ট্রপতি স্বর্ণপদক প্রদান করা হয়, এ জ্ঞানেশ্বরন এবং প্রধানমন্ত্রী স্বর্ণপদক সৌহার্দ্য ঘোষকে প্রদান করা হয়। এরা দুজনেই ইলেকট্রনিক কমিউনিকেশন বিভাগের ছাত্র বলে জানা গেছে। এদিনের সমাবর্তন অনুষ্ঠানে "কৃতী প্রাক্তনী" সম্মানে রাজ্যের পুলিশ আধিকারিক বিনীত গোয়েলকে সম্মানিত করা হয়। এদিন মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট বনসাই বিশেষজ্ঞ পিটার চ্যান। তাঁর হাত দিয়েই এদিন আইআইটি জীবনকৃতি পুরস্কার ও আইআইটি খড়গপু্রের আজীবন সদস্য সম্মাননা প্রদান করা হয়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us