ধ্বংসস্তুপে পরিণত উড়িষ্যার বহু এলাকা

author-image
Harmeet
New Update
ধ্বংসস্তুপে পরিণত উড়িষ্যার বহু এলাকা





নিজস্ব সংবাদদাতা: বিধ্বংসী ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে পড়শি রাজ্য উড়িষ্যার বহু এলাকা। জানা গিয়েছে, চাঁদিপুরের অবস্থা খুবই শোচনীয়। সামুদ্রিক জলছ্বাসের জেরে উপকূলবর্তীয় বহু রাস্তা ভেঙে তছনছ হয়ে গিয়েছে। রাস্তার একাধিক জায়গায় তৈরি হয়েছে বড় বড় গর্ত। উল্লেখ্য, গতকাল বিধ্বংসী রূপ নিয়ে বাংলা ও উড়িষ্যা উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড়টি এমনকি বিপুল জলছ্বাসের জেরে ভেঙে গিয়েছে ভদ্রক ব্রিজ।