New Update
/anm-bengali/media/post_banners/6NcNsTi91ilocoJhUC7G.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ফোর্বস অনুসারে, দুইবারের অলিম্পিক পদক বিজয়ী পিভি সিন্ধু বিশ্বের সর্বোচ্চ অর্থউপার্জনকারী মহিলা অ্যাথলেট ২০২২ তালিকায় ১২ নম্বরে স্থান পেয়েছেন। সিন্ধু বিশ্বের সর্বোচ্চ অর্থউপার্জনকারী মহিলা ক্রীড়াবিদ ২০২২ ২৫ জন ক্রীড়াবিদদের তালিকায় একমাত্র ভারতীয়, যার মোট আয় ৭.১ মিলিয়ন আমেরিকান ডলার। ভারতীয় শাটলার এই বছরের শুরুতে সিঙ্গাপুর ওপেন সুপার ৫০০ শিরোপা জিতেছিলেন সোনা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us