​নিজস্ব সংবাদদাতাঃ খাওয়া-ঘুমের মতো নিয়মিত মিলিনে বাড়বে আপনার সৌন্দর্য। যৌন মিলনে কেবল আপনার শরীর তৃপ্ত হয় তাই নয়, শারীরিক সৌন্দর্য আরও বৃদ্ধি পায়। নিয়মিত মিলনের ফলে রুক্ষ ত্বক কোমল, মসৃণ, তুলতুলে হয়। নিয়মিত মিলন হরমোনের উপাদান সঠিক রাখে। ফলে আপনার ব্রনর সমস্যা থাকলে তা দূর হবে। হরমোনের ভারসাম্য বজায় থাকার ফলে নখের পুষ্টি যোগায়। চুল মজবুত হয়।